শিরোনাম:
কবরস্থান থেকে হাত বিচ্ছিন্ন নারীর লাশ উদ্ধার
- Update Time : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
রাজধানীর রায়েরবাজার থেকে হাত বিচ্ছিন্ন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রায়েরবাজার কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। লাশের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
মোহাম্মদপুর এলাকায় পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, থানা-পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছে। লাশে পচন ধরে যাওয়ায় সিআইডি ওই নারীর আঙুলের ছাপ নিতে পারেনি।
লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মুজিব আহম্মদ পাটওয়ারী।