একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বেঁচে রইলোনা কেউ
- Update Time : ০৯:৩৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
যশোর জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহমিনা বেগম (২২) নামের এক গৃহবধূ। তবে বাচ্চাগুলো অপরিণত হওয়ায় বাঁচাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একে একে তারা জন্ম নেয়। তবে জন্মের কয়েক ঘণ্টা পর সব নবজাতকই মারা যায়।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তাহমিনা ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বিষেহরী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী। মঙ্গলবার সকালে তাহমিনা ব্যথা অনুভব করেন। স্বজনরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে একে একে জন্ম নেয় পাঁচটি অপরিণত শিশু। এদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। নির্ধারিত সময়ের চার মাস আগে শিশু ভূমিষ্ঠ হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয় তাদের। সেখানে দুপুর দেড়টার পর থেকে একে একে পাঁচ শিশুই মারা যায়। সর্বশেষ শিশুটি মারা যায় বিকেল ৪টার দিকে।
এ বিষয়ে যশোর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন এমিলি বলেন, তাহমিনা স্বাভাবিক প্রক্রিয়ায় পাঁচটি শিশুর জন্ম দেয়। মা সুস্থ থাকলেও ছয় মাসে ভূমিষ্ঠ হওয়ার কারণে শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে চিকিৎসাধীন অবস্থায় শিশুগুলো মারা যায়।