মেয়ের ৩৬ ঘণ্টা পর মায়ের ভাসমান মরদেহ উদ্ধার
- Update Time : ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
জামালপুর সদর উপজেলায় বাঁশঝাড় থেকে মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর নিখোঁজ মা জোসনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়ইতাইর এলাকার বানার খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বানার নয়াপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে জোসনা বেগম ও তার মেয়ে কাজলী আক্তার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এরমধ্যে রোববার (৪ সেপ্টেম্বর) সকালে রানাগাছা কুমারিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে মেয়ে কাজলীর (৩১) গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে সেসময় মা জোসনা বেগম নিখোঁজ ছিলেন।
মেয়ের মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর উপজেলার বড়ইতার এলাকার বানার খালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধারের পর তিনি জোসনা বেগম বলে শনাক্ত করে নিহতের পরিবার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, জোসনা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেই সঙ্গে মা-মেয়েকে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদের গ্রেফতারেরও পুলিশি অভিযান চলছে।