শিরোনাম:
কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, মৃত্যু বেড়ে ৪
- Update Time : ১১:৫৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের শিশুসহ ছয় জন দগ্ধের ঘটনায় পান্না বেগম (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পান্না বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় মারা যান।
মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গত ৩০ আগস্ট ভোরে কেরানীগঞ্জের মান্দাইল বাজার একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে।