সফিউল আজম রিপন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইটালির নতুন সভাপতি
- Update Time : ১২:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ৩ Time View
সারাদেশ ডেস্ক:
ইন্জিনিয়ার সফিউল আজম রিপন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইটালির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংগঠনটি আহ্বায়ক কমিটি থেকে ৩ সেপ্টেম্বর শনিবার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো।
নতুন কমিটিতে ইন্জিনিয়ার সফিউল আজম রিপন সভাপতি, এস এম ইমদাদুল হক আজাদ সিনিয়র সহসভাপতি, মো. আবদুল কাদের সাধারণ সম্পাদক, ফরহাদ হোসেন রাসেল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাহিন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচত হয়েছেন।
কাজী আবুল বাসার কমিটির প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্যসহ সকল পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
ইন্জিনিয়ার সফিউল আজম রিপন কুমিল্লা জেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামে সম্ভান্ত্য মৈশান পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা আলী আহাম্মদ মৈশান সমাজে স্বনামধন্য ব্যক্তিত্ব। ইন্জিনিয়ার সফিউল আজম রিপন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দায়িত্বশীল ছাত্রনেতা। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার যুগ্ম আহ্বায়ক।
দেশে গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির লড়াই সংগ্রামের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
লড়াই সংগ্রাম ভূমিকা রাখায় আওয়ামী লীগ সরকার তাকে বেশকটি মামলায় আসামি করেছে।ইতোমধ্যে রাজনৈতিক মামলায় তিনি কারাবরণ করে জামিনে মুক্তিলাভ করেন।
ইটালি প্রবাসি ইন্জিনিয়ার সফিউল আজম রিপন জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসেবে প্রবাস ও দেশে অবদান রেখে চলেছেন। নতুন দায়িত্ব পাওয়ায় শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লক্ষণীয়।
এসএ/এমএইচবি//