নোলক বাবুর কন্ঠে আসছে সোহাগের লেখা ‘একটু হাসি একটু চোখের জল’

- Update Time : ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৩ Time View
বিনোদন ডেস্ক:
এবার কামরুল হাসান সোহাগের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়ক নোলক বাবু।
‘একটু হাসি একটু চোখের জল’ শিরোনামে গানটির সুর করেছেন এস ডি সাগর। গানটির মিউজিক নির্মান করেছেন হাবিব।
গানটির লেখক বহুপ্রতিভাবান কামরুল হাসান সোহাগ একজন বহুপ্রতিভাবান মানুষ৷ ডজন খানেকের দেশত্ববাধক ও আধুনিক গানের লেখক এ গুণীজনের প্রতিটি গানই শ্রোতাদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। এবারো তার ব্যতিক্রম হবে না বলে ধারণা সংশ্লিষ্ট সকলের।
কামরুল হাসান সোহাগ বলেন, মানুষের জীবনের পুরো সময়টা জুড়েই সুখ-দুঃখের এক আলোরণ চলে। সেই সুখের শিহরণ আর অশ্রু-জলের অনুভূতি মাখা এ গানটি শ্রোতাদের হৃদয়ে অন্য রকম ভালোলাগা সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
জনপ্রিয় সংগিত শিল্পী ক্লোজআপ ওয়ানের সেরা গায়ক নোলক বাবু বলেন, আমোদ প্রিয় বাঙলীর কাছে সংগিত এক জীবন্ত আবেগ। জীবনের সুখের মুহুর্তে গুলোতে যেমন গুনগুনিয়ে ওঠে মন। তেমনই দুঃখের অংশীদারও সংগীত। ‘একটু হাসি একটু চোখের জল’ শিরোনামে বাস্তবিক গানটি তাই শ্রোতা মনে গভীরস্থান করে নিবে বলে আমার বিশ্বাস।
ডিএএম/কেকে//