নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে হত্যার ঘটনায় এবি পার্টির নিন্দা-প্রতিবাদ
- Update Time : ০২:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
বিএনপির মিছিলে পুলিশী হামলা ও গুলি করে বিএনপি কর্মীকে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবি পার্টির আহবায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান মঞ্জু।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ন্যক্কারজনকভাবে আওয়ামী লীগ ও পুলিশ যৌথ হামলা চালিয়েছে। নারায়ণগঞ্জে শাওন ও সুজন নামে দুই বিএনপি কর্মী নিহত এবং সারাদেশে কয়েকশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
বর্তমান ফ্যাসিবাদী সরকার একদিকে গণতন্ত্র ও উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট তন্ত্র কায়েমের মাধ্যমে দ্রব্যমূল্যের বিরাট বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। অন্যদিকে বিরোধী দল দমনে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে নতুন করে আবার মানুষ হত্যায় মেতে উঠেছে।
সরকার অবৈধভাবে দখল করা ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এবং পরিকল্পিতভাবে সংঘাত ও সংঘর্ষ দেশব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে যার পরিণতি কারও জন্যই শূভ হবেনা।
নেতৃবৃন্দ ক্ষমতার অপব্যবহার ও সংঘাতের পথ পরিহার করে সরকারকে জনগণের দাবি মেনে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান।
পিআর/এসএ//