সেই ছবি নিয়ে মুখ খুললেন কাজল
- Update Time : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১ Time View
বিনোদন ডেস্ক:
ঘটনাটা ২০১১ সালের। একটি ম্যাগাজিনের ফটোশুটে অনাবৃত ঊর্ধ্বাঙ্গ দুই হাতে ঢেকে রাখতে দেখা গিয়েছিল দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালকে। বিতর্কিত সেই ছবি ঘিরে তখন বেশ সমালোচনা তৈফর হয় মূলধারার গণমাধ্যমে।
এতবছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘সিংহম’ তারকা। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানালেন, এমন ফটোশুট কখনই করেননি তিনি। ৩৭ বছর বয়সী অভিনেত্রী বলেন, ‘অবশ্যই আমি ওভাবে ছবির জন্য পোজ দিইনি। যে ম্যাগাজিনটির জন্য পোজ দিয়েছিলাম, তারাই ছবিটি বিকৃত করেছে। এটা করেছে নিজেদের প্রচারের জন্য।’
তবে এফএইচএম ইন্ডিয়া ম্যাগাজিন কাজলের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক কবীর শর্মা বলেন, ‘এই অভিযোগ ওঠায় আমরা বিস্মিত। এফএইচএম কখনই তারকাদের ছবি বিকৃত করে না। এটা আশ্চর্য ব্যাপার যে, স্বেচ্ছায় ফটোশুট দিয়ে মানুষটি এখন বিষয়টি অস্বীকার করছেন।’
কাজল এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। ২০২০ সালে প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি। চলতি বছরের ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হন। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। আপাতত সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মা হওয়ার আগে কাজল শেষ করেছেন ‘উমা’ ছবির শুটিং। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার আরও দুটি তামিল ছবি। শিগগির বহুল আলোচিত তামিল ছবি ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শুরু করার কথা কাজলের। প্রখ্যাত নির্মাতা শঙ্করের পরিচালনায় তার বিপরীতে অভিনয় করবেন কমল হাসান।
২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবিটি দিয়ে বলিউডে যাত্রা শুরু কাজল আগারওয়ালের। তবে কাজের দিক থেকে তাকে তামিল ও তেলেগু ছবিতে বেশি দেখা গেছে।