বার্সা তারকার বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে সম্পদ ছিনতাই
- Update Time : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক :
চলতি মৌসুমেই বার্সেলোনায় এসেছেন। স্পেনে থিতু হতে না হতেই রোমহর্ষক এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন পিয়েরে-এমেরিক অবামায়েং। বার্সা তারকার বাড়িতে দুর্ধষ এক ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে মূল্যবান সম্পদ ছিনতাই তো করেছেই, অবামায়েং ও তার স্ত্রীকে মারধরও করেছে ডাকাতদল।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, সোমবার গ্যাবন স্ট্রাইকারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষও ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেছে, চারজন দুষ্কৃতকারী মুখ ঢাকা অবস্থায় অবামেয়াংয়ের বাড়িতে হানা দেয়। তাকে মারধর করে জবরদস্তি আলমারি খোলানো হয়। তাদের প্রচুর গয়না রাখা ছিলো তাতে। অবামেয়াং এবং তার স্ত্রীকে লোহার রড, বন্দুক দিয়ে ভয় দেখানো হয়। ডাকাতি করে গাড়িতে উধাও হয়ে যায় দুষ্কৃতকারীরা।
চলতি মৌসুমেই বার্সেলোনায় সই করেছেন গ্যাবনের ফুটবলার পিয়েরে-এমেরিক অবামেয়াং। দীর্ঘ কয়েক বছর জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের আর্সেনালে খেলেছেন অবামেয়াং।
বার্সেলোনায় চুক্তি করলেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বেশ কয়েকজন খেলোয়াড়কে লোনে ছাড়ার পরিকল্পনা রয়েছে বার্সার। তালিকায় রয়েছে অবামেয়াংয়ের নামও।
দুই সপ্তাহ আগে বার্সেলোনা রবার্ট লেভানডস্কিকে সই করায়। ডাকাতির মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা না হলেও অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন লেভাও। বার্সেলোনার অনুশীলনে ঢোকার আগে তার দামি ঘড়ি ছিনতাই হয়।
স্পেনে ফুটবলারদের ক্ষেত্রে এমন অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। অতীতে এমন ঘটনার শিকার হয়েছেন ক্যাসেমিরো, আলভারো মোরাতা, জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতি, জর্ডি আলবা এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানও।
সাধারণত ম্যাচ চলার সময় ফুটবলাররা বাড়িতে না থাকলে সেই সুযোগে হানা দেয় দুষ্কৃতিকারীরা। তবে অবামেয়াংয়ের অভিজ্ঞতা হলো আরও ভয়াবহ।