নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
- Update Time : ০৬:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিনিধি :
শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী রেখে আর কোন জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হবে বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ অঙ্গিকার ব্যক্ত করেছেন।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে হত্যা, গুম দিবস ও সারাদেশে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে সুপ্রিমকোর্টে মঙ্গলবার ৩০ আগস্ট বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সুপ্রিমকোর্টের কয়েকশো আইনজীবী অংশ নিয়ে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের শপথের পাশাপাশি জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সারাদেশে গ্রেফতার, গুম ও নির্যাতনের প্রতিবাদ জানায়।
বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চলনায় আরও বক্তৃতা করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ফোরামের যুগ্ম আহ্বায়ক আবেদ রাজা, আইনজীবী নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মনির হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সিনিয়র সহ সম্পাদক মোরশেদ আল মামুন লিটন, শামীমা সুলতানা দিপ্তী, সুপ্রিমকোর্ট বারের সহসম্পাদক মাহবুবুর রহমান খান, রফিকুল ইসলাম মন্টু সুজা, কে আর খান পাঠান, শেখ শিমুল, মো. মাকসুদ উল্লাহ, মু: কাইয়ুম প্রমুখ।
এডভোকেট ফজলুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী ২০২৩ সালে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে ফিরে আসবেন। তিনিই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার দিন শেষ হয়ে গেছে। হাসিনা কে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে তাবেদার জবরদখলকারী হাসিনা সরকারের পতন ঘটাতে সকলকে লড়াইয়ে শামিল হতে আহ্বান জানান নেতৃবৃন্দ।
এসকে/এমএইচ//