শিরোনাম:
হবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে ঝলসে নিহত যুবক!
- Update Time : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক :
চীনের ইউনান প্রদেশে বাগদান অনুষ্ঠানের দিন হবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় বজ্রপাতে ঝলসে নিহত হয়েছেন এক যুবক।
গত বুধবার এ ঘটনা ঘটেছে। সেখানকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে বাগদানের ফটোশুটের জন্য গিয়েছিলেন ওই জুটি।
জেড ড্রাগন স্নো মাউন্টেনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একের পর এক ছবি তুলছিলেন তারা। কিন্তু হঠাৎ সেখানে বজ্রপাত হয়। যুবকের ওপর বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত যুবকের নাম রুয়ান। বাজ পড়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তুমুল বৃষ্টির মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা।
চীনে বজ্রপাতে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ২০১৭ সালের একটি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর দেশের অন্তত চার হাজার মানুষ বজ্রপাতের কারণে প্রাণ হারিয়েছেন।