আড়াই কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন সামান্থা
- Update Time : ১২:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১ Time View
বিনোদন ডেস্ক:
‘ইয়ে মায়া চেসেভে’র দিয়ে কেরিয়ার শুরু। ধীরে ধীরে দক্ষিণের রানি হয়ে উঠেছেন ‘ওও আন্তাভা’ গানের সাড়া ফেলা তারকা সামান্থা রুথ প্রভু। অল্লু অর্জুনের অভিনয় তো বটেই, ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে সামান্থা প্রভুর ‘আইটেম গান’ নিয়েও কম মাতামাতি হয়নি।
পর্দায় খোলামেলা হয়ে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা। তার পর থেকেই তার অভিনয় জীবনের রেখচিত্র ঊর্ধ্বমুখী।
‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। তার পরেও প্রস্তাবের বন্যা। সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’ ছবিতে কাজ করার অনুরোধ এসেছিল, কিন্তু তা-ও প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই ছবিটি বাতিল করেছেন অভিনেত্রী।
গোপন সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি টাকার প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে করবেন না। সেই সঙ্গে এ-ও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হলে আজকাল আর ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা।