১৭০ টাকা মজুরিতে কাজে নেমেছেন চা শ্রমিকরা

- Update Time : ১২:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৬ Time View
সারাদেশ ডেস্ক :
মৌলভীবাজারের কিছু কিছু চা বাগানের শ্রমিকরা কাজে নেমেছেন। তবে আজ সাপ্তাহিক ছুটি থাকায় অনেক বাগানেই শ্রমিকরা কাজে নামেননি।
রোববার সকাল ৮টা থেকেই ভাড়াউড়াসহ একাংশ চা বাগানেই কাজে নেমেছেন শ্রমিকরা। তবে কাজে নামলেও নতুন ১৭০ টাকা মজুরি ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে।
ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দুলাল হাজরা বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা-ই মেনে নিয়েছি। আমরা এখন বাগানের জন্য কাজ করব। যদিও ১৭০ টাকায় আমাদের এই সময়ে চলাফেরা কষ্ট হবে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, তাই আমরা কাজে নেমেছি।’
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আজ থেকেই কাজে নেমেছি।’
ফিনলে চা কোম্পানির জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী বলেন, ‘আমাদের চা বাগানের শ্রমিকরা সবাই কাজে নেমেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রমিকরা নতুন মজুরি ১৭০ টাকা পাবেন। এ ছাড়া অন্য সুযোগ-সুবিধা অনুযায়ী তাদের পেছনে বাগানের দৈনিক ৪৫০-৫০০ টাকা খরচ হবে।’