মারা গেলেন অভিনেতা আবদুল্লাহ সাকী
- Update Time : ০৪:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১ Time View
বিনোদন ডেস্ক:
অভিনয় দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা আবদুল্লাহ সাকি। অসংখ্য দর্শকের কাছে এখনো পরিচিত মুখ তিনি। বিশেষ করে ৯০ দশকের বাংলা সিনেমার ভক্তরা এখনো তাকে স্মরণে রেখেছেন।
তবে গুণী এই অভিনতা আর বেঁচে নেই। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টায় তিনি নিজ বাড়িতে তিনি মারা যান।
চিত্রনায়ক ওমর সানিসহ আরো অনেকে বিষয়টি নিশ্চত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ওমর সানি সমবেদনা জানান। তিনি লেখেন, একটা দুঃসংবাদ পেলাম এখন আমার বিখ্যাত প্রেমগীত ছবির আমার সঙ্গে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকি ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানাল। সাকি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।
ইতোমধ্যেই তার আবদুল্লাহ সাকীর মৃত্যুর খবর জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। তার দীর্ঘ দিনের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন। কখন ও কোথায় সাকীর দাফন সম্পন্ন হবে, তা এখনো জানা যায় নি।