আন্তর্জাতিক ডেস্ক :
দুবাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগমুহূর্তে এ তথ্য জানায় দেশটির পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়সহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ২০ মিনিটে ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল ইন্ডিগো বিমানটির।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সকালে ইন্ডিগো বিমানটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় হঠাৎ পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানায়, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ইন্ডিগোর যাত্রীবাহী বিমানটি।
এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷ মুহূর্তের মধ্যে যাত্রীদের ওই বিমান থেকে নামানো হয়। শুরু হয় তল্লাশি।
কিন্তু ওই দুবাইগামী বিমানে সন্দেহভাজন কিছু মেলেনি। তাই হুমকির ফোনটিকে ‘উড়ো’ হিসেবে দেখছে বিমান সংস্থা। তবে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
Leave a Reply