শিরোনাম:
বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- Update Time : ০১:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানবিক বাংলাদেশ সোসাইটি, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মোমিন, রাজবাড়ী আদালতে মামলা দায়েরকারী মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সাবেক সভাপতি শশী আক্তার।
বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। তাকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।