সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো বেলাল হোসেন ওরফে ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলুসহ ১৪ নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২৩ আগষ্ট মঙ্গলবার ১৪ জনের আগাম জামিন আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগ সারাদেশকে আদালতের আদেশের বিষয়টি জানান। আদালতে তার সাথে ছিলেন এডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও এডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ।
জামিন পাওয়া অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন-ফেনী সদর থানা যুবদলের আহ্বায়ক নিজাম মাষ্টার, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দাগনভূইয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন ওরফে ভিপি ইমাম।
এডভোকেট সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনে ফেনী জেলা সদরে বিক্ষোভ-সমাবেশে দলের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সংগঠন ও পুলিশী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। সে মামলায় আজ ১৪ নেতা-কর্মীর আগাম জামিন হলো।
ডিএএম/কেকে//
Leave a Reply