৬৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
- Update Time : ০১:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি সোনার বার এবং ৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোহাম্মদ নিজাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দ সোনার দাম প্রায় ৬৫ লাখ টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটিভ) মো. আবদুস সাদেক।
তিনি জানান, যাত্রী মোহাম্মদ নিজাম দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোববার বিকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেনটিভ কর্মকর্তারা ৭ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় ওই যাত্রীর পথ রোধ করেন। এ সময় তার কাছে কোনো সোনা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
এর পর তার শরীর তল্লাশি করা হলে দুটি সোনার বার এবং লাগেজ স্ক্যানিং করলে আরও সোনা পাওয়া যায়। এ ছাড়া যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগেও সোনার অস্তিত্ব মেলে। এর পর কাস্টম গ্রিল চ্যানেলে এনে সব সংস্থার উপস্থিতিতে তল্লাশি করে সাতটি সোনার বার এবং ৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়।
আবদুস সাদেক আরও জানান, আটক সোনার বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। সোনা এবং যাত্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।