সড়ক দুর্ঘটনায় ক্ষতি সুদুরপ্রসারি : মঞ্জু হোসেন ঈসা
- Update Time : ১২:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৩ Time View
সারাদেশ ডেস্ক :
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জু হোসেন ঈসা বলেছেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পরিবারগুলোর ক্ষতি সুদুরপ্রসারি।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশক, লেখক ও সাংবাদিক মো. অলিদ সিদ্দিকী তালুকদারের সুস্থতা রাজধানীর হাজারিবাগে শেরে বাংলা পথকলি স্কুলে পথশিশুদের নিয়ে শুক্রবার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আর কে রিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চেয়ারম্যান মঞ্জু হোসেন ঈসা। আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক আলমগীর হোসেন, সুলতানা রহমান, ও আখলিমা খাতুন প্রমুখ।
মঞ্জু হোসেন ঈসা আরো বলেন,প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ব্যাপকতা মেনে নেয়া যায় না। প্রতিদিন আমাদের যদি এমন বেদনাদায়ক ঘটনার মুখোমুখি হতে হয়, তাহলে নিরাপদ সড়কের দাবিতে এত আন্দোলন, এত পদক্ষেপ কী কাজে লাগল বলে প্রশ্ন তুলেন তিনি।
অধিকাংশ ক্ষেত্রে চালকের খামখেয়ালিপনা এবং নিয়ম না মেনে গাড়ি চালনার কারণেই দুর্ঘটনা ঘটে। এক পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর সড়কপথে অন্তত পাঁচ হাজার দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় মারা যাচ্ছে কমপক্ষে চার হাজার মানুষ। পঙ্গুত্ব বরণকারীর সংখ্যা এর প্রায় দ্বিগুণ। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা বলে তথ্য তুলে ধরেন ঈসা।
ঈসা বলেন, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে বাঁচতে হচ্ছে অনেককে। দূর্ঘটনার কারণে মৃত্যুর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সারাজীবনের কান্নাকে সঙ্গি করতে হচ্ছে।
সভাপতির বক্তৃতায় আর কে রিপন বলেন, সড়ক দুর্ঘটনায় যারা আহত ও নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ পরিবহন খাতে বিরাজমান বিশৃঙ্খলা। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাপটে দোষী চালকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া যায় না। অন্যদিকে আইন মানার ক্ষেত্রেও পথচারীরাও আন্তরিক নয়। ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা ছাড়াও জেব্রাক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে চলন্ত বাসের সামনে হাত উঁচিয়ে দৌড়ে রাস্তা পার হওয়াটা যেন নিয়মে পরিণত হয়েছে।
পিআর/কেকে//