সারাদেশ ডেস্ক :
ঢাকার উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহত ঝর্না ও তার দুই শিশু সন্তান জান্নাত ও জাকারিয়া এবং ঝর্নার বড় বোন ফাহিমার দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত ১১টায় ঝর্ণা ও তার দুই শিশু সন্তানের দাফন মেলান্দহের আগ পয়লা গ্রামে এবং রাত ১২টায় ইসলামপুরে ঢেংগার গড় গ্রামে ঝর্নার বড়বোন ফাহিমার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে ঙ্গলবার তাদের মৃতদেহ জামালপুরে এসে পৌঁছলে পরিবার ও স্বজনদের মাঝে শুরু হয় শোকের মাতম, এসময় এলাকায়ও নেমে আসে শোকের ছায়া।
উল্লেখ্য, বোন ফাহিমার মেয়ে রিনা মনির বিয়ে খেতে স্বামী জাহিদুল ও দুই শিশু সন্তান নিয়ে ঢাকায় যান ঝর্না বেগম। এরপর গত শনিবার বিয়ে শেষে জাহিদুল বাড়ি ফিরে আসলেও দুই সন্তান জান্নাত ও জাকারিয়াকে নিয়ে ঢাকায় থেকে যান ঝর্না বেগম। ভাগ্নির বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে জামালপুর ফেরার কথা ছিলো তার। বৌভাতের অনুষ্ঠান শেষে বর কনের সাথে উত্তরা থেকে আশুলিয়া ফেরার পথে ক্রেন উল্টে গার্ডার তাদের বহনকারী প্রাইভেট কারের উপর পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান।
Leave a Reply