উত্তরায় গার্ডার চাপায় প্রাণহানির ঘটনায় জনস্বার্থে রিট
- Update Time : ০১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে বিআরটি প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।
মঙ্গলবার ১৬ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শেগুফতা তাবাসসুম আহমেদ।
বিষয়টি সারাদেশকে নিশ্চিত করে এডভোকেট শেগুফতা তাবাসসুম বলেন, ‘আমার বাসা উত্তরায়। প্রতিদিন আমাকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। দুর্ঘটনা কবলিত এ রাস্তা দিয়ে আমার মতো যারা যাতায়াত করেন তারা সবাই চিন্তিত। আমি এ রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বোধ করছি। যার প্রমান হচ্ছে সোমবার ১৫ আগষ্টের নিহতের ঘটনা।’
এডভোকেট শেগুফতা বলেন, গার্ডার পড়ে নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছি রিটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে রিটে বিবাদী (রেসপনডেন্ট)করা হয়েছে।
বুধবার ১৭ আগস্ট রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। এর আগে মঙ্গলবার ১৬ আগষ্ট সকালে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন তিন আইনজীবী। পরে আদালত লিখিত আকারে দাখিলে পরামর্শ দেন।
১৫ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় সেটি একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। এতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়। আহত হন দুইজন। এই ঘটনায় সড়কে মানুষের নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসএ/কেকে//