নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এর রংপুর সফরকালে গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে একটি সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন।
বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আজ আমরা পরষ্পর বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমাদেরকে পরিকল্পিতভাবে দুই মেরুতে ঠেলে দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধারাও বাদ যায়নি। সৃষ্ট রাজনৈতিক মতপার্থক্যের কারণে আজ ১৯৭১ সালের সেই দেশপ্রেম ও স্বাধীনতার প্রেরণা আমাদের মাঝে নেই। যে লক্ষ্য নিয়ে আমরা জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তা আমরা নিজেরাই ভুলে গেছি।
তিনি বলেন, বিগত ১৪ বছরে কেবল বিভাজনের রাজনীতি করা হয়েছে। ভোটারবিহীন রাতের সরকার ক্ষমতায় থাকার জন্য গুম খুন আর হামলা মামলা করে দেশটাকে নরক রাজ্য বানিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হলে সকলকে এখনই ঐক্যবদ্ধ হয়ে জালেম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরোও বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ হয়েই জনগণের অধিকার আদায় করতে হবে। সঠিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি দেশের ও জনগণের সংকট সমাধানের জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীব, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ল্যাফটেন্যান্ট কমান্ডার (অব) ফয়সাল মেহেদী মহানগর জামায়াত আমীর এ টি এম আজম খান, জেলা বি এন পি সদস্য সচিব আনিসুর রহমান, খেলাফত মজলিশ মহানগর সভাপতি তৌহিদুর রহমান মন্ডল, কল্যাণ পার্টি রংপুর মহানগর আহবায়ক মুহাম্মদ ইলিয়াস, জেলা আহবায়ক ফয়জুল ইসলাম, নীলফামারী জেলা আহ্বায়ক ডাঃ এনায়েত, কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ জাকারিয়া, মহানগর সদস্য সচিব মুহাম্মদ রুপম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিন উদ্দীন, জেলা বি এন পি নেতা হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশীদ, মহানগর জামায়াত নায়েবে আমীর মুহাম্মদ আনোয়ার হোসেন, জেলা বি এন পি নেতা ফজলুর রহমান বাদল, জেলা বি এন পি নেতা কাউন্সিলর মোরশেদ, খেলাফত মজলিশ মহানগর সহ সভাপতি মেছের উদ্দীন সরকার, জেলা বি এন পি নেতা নাজমুল হুদা, জেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মইন উদ্দীন, জেলা যুবদল সহ সভাপতি রাজিব চৌধুরী, জেলা যুব দল সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ, কোতোয়ালি থানা জামায়াত আমীর ফরহাদ হোসেন মন্ডল, পেশাজীবি পরিষদ সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
কেকে/এসএম//
Leave a Reply