বিনোদন ডেস্ক :
গত মাসেই ঢাকায় এসেছিলেন বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করতে ঢাকায় আসবেন তিনি।
অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, নোরা ফাতেহির সঙ্গে আমাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। তিনি ডিসেম্বরে আসবেন। ঢাকায় নোরা ফাতেহির নাচের পারফরম্যান্স হবে। এছাড়া ফ্যাশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও গানের আয়োজনও থাকছে।
নোরা ফাতেহি আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে- ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। দক্ষিণী সিনেমাতেও তার সরব উপস্থিতি।