সড়ক দুর্ঘটনায় রোধে দৃশ্যমান পদক্ষেপ নেই :মিফতাহ সিদ্দিকী
- Update Time : ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
সাবেক ছাত্রদল নেতা ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা রোধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। তাই প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে। মরছে মানুষ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই।
রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন সাংবাদিক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারকে দেখতে সিলেট থেকে ঢাকায় এসে রাজধানীর সেগুনবাগিচায় অলিদের বাসায় উপস্থিত গনমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন-জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপ্যাল ও কোয়ান্টাম মেথড এর উপ পরিচালক এম এম এ মনঈম শাকির, দৈনিক মানবকণ্ঠ সিনিয়র সাংবাদিক সলিম উল্লাহ মেজবাহ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা সরোয়ার আলম খান ও ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
মিফতাহ সিদ্দিকী আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলো ঠিকভাবে কাজ করছে না। প্রতিটি দুর্ঘটনার ক্ষেত্রে এর কারণ নির্ণয়ে সংস্থাগুলোর প্রতিবেদন তৈরি করার কথা। সে কাজটি করা হচ্ছেনা। এতে সংশ্লিষ্টদের কোনো জবাবদিহি নেই বলে মনে করেন তিনি।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনই সড়ক দুর্ঘটনায় কার্যকর পদক্ষেপ না নিলে মৃত্যুর মিছিল বেড়েই যাবে।সরকারের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সমন্বিত পদক্ষেপের দাবী জানান এ বিএনপি নেতা।
এসএম/কেকে//