সারাদেশ ডেস্ক :
ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় দেশি-বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগ থেকেই সংশ্লিষ্ট ব্যাংকের টাকা ও ডলারের দৈনন্দিন জোগান ও চাহিদার বিষয়টি নিশ্চিত করা হয়।
সোমবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ডলার বিক্রি করে অস্বাভাবিক মুনাফা করেছে কয়েকটি ব্যাংক। এ জন্য তাদের ট্রেজারি বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সম্প্রতি ডলারের বাজার অস্থির হলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিদর্শনে যায়। এ সময় ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে কেন্দ্রীয় ব্যাংক দেখতে পায়, ছয় ব্যাংকের কোনো কোনোটি ডলার কেনাবেচা করে গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। যার মাধ্যমে ডলার বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই ছয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
দেশে চলছে ডলার সংকট। দিন দিন বাড়ছে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংক তাই আজ সোমবার ডলারের বিপরীতে ৩০ পয়সা কমিয়েছে টাকার দর।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৫ টাকা দরে ডলার বিক্রি করেছে তারা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে।
গতকাল রোববার ডলারের এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।
তবে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকা। আজ খোলাবাজারে এক ডলার বিক্রি হচ্ছে ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সা। আ যা ছিল ১১০ থেকে ১১১ টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত দামে ডলার বিক্রি হচ্ছে।
Leave a Reply