ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- Update Time : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেলা পৌনে ১১টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
এর আগে এক দিনের সফরে শনিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ঢাকা ছাড়ার আগে রোববার সকাল পৌনে ৮টায় প্রাতরাশে যোগ দেন ওয়াং ই। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারো বেইজিংয়ের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন আবদুল মোমেন। ওয়াং ইও আশ্বাস দেন সহযোগিতার।
বৈঠক শেষে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয় ৪টি চুক্তি এবং ১টি সমঝোতা স্মারক। শিক্ষার্থীদের চীনের পড়াশুনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, দু’রাষ্ট্রের সাংস্কৃতিক বিনিময়, দুর্যোগ প্রশমনে দেশটির কারিগরি ও আর্থিক সুবিধায় প্রকল্প, পিরোজপুরে চীনের তৈরি ৩ কিলোমিটার কচা সেতুর হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়।