ছাত্রনেতা নুরে আলমের জানাজায় নয়াপল্টনে জনতার ঢল
- Update Time : ০২:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মরহুম নূরে আলমের জানাজায় জনতার ঢল নেমেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত এ জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়া পল্টনে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ, হাবিব উন নবী খান সোহেল, খাইরুল কবির খোকন, আমান উল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মনায়েম মুন্না যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।
জানাজায় সাধারণ মানুষসহ, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
বিএনপি’র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে ভোলা জেলা সদরে পুলিশের গুলি ও লাঠিচার্জের শিকার হন দলের বহু নেতাকর্মী। ঘটনাস্থলে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা রহিম। মারাত্মক জখম হন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী। মুমূর্ষু অবস্থায় ভোলা থেকে ঢাকা আনা হয় নুরে আলমকে। বুধবার ৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন নুরে আলম। প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতাল পালিত হয়।
এমএইচবি/কেকে//