নিজস্ব প্রতিবেদক:
এবি (আমার বাংলাদেশ) পার্টির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে সড়কে যেভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্ব বরণের ঘটনা বাড়ছে তা রোধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত নয়াদেশ বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারকে দেখতে গিয়ে গনমাধ্যমকে এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় অলিদ তালুকদারকে ২ আগস্ট দেখতে যান মুজিবুর রহমান মঞ্জু। সাথে ছিলেন ঢাকা মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বাঁযক গাজী নাসির।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, সারাবছর জুড়েই দুর্ঘটনার মিছিল অব্যাহত রয়েছে। তা থেকে কোনোভাবে বের হয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও সরকারের দায়িত্বশীলরা উদাসীন রয়েছেন। কার্যকর পদক্ষেপ না নেয়ার ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছেই।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা আশা করবো, সরকারের শীর্ষ পর্যায় থেকে সড়কে মৃত্যুর মিছিল থামানোর ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়া হবে।’
তিনি বলেন, এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে-গত এপ্রিল মাসে সড়কে ৪২৭ দুর্ঘটনায় নিহত ৫৪৩ জন। মৃত্যুর এই চিত্র বিশ্বের অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যাবেনা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার কারণগুলো চিন্থিত করে সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে এখনই তা রোধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
সাংবাদিক অলিদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের দোয়া চেয়েছেন মুজিবুর রহমান মঞ্জু।
ডিএএম/কেকে//
Leave a Reply