দেশের ক্ষুদ্র-জাতি গোষ্ঠীকে আইনি সেবায় প্রস্তুত সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড : বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম
- Update Time : ১২:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্ট লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেছেন, ক্ষুদ্র-জাতি গোষ্ঠীর জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টে সরকারি আইনি সেবা নিশ্চিত করা হয়েছে।
বিচারপতি সেলিম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ক্ষুদ্র জাতি সত্তা সম্প্রদায়ের দেশের সর্বোচ্চ আদালতে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা আইনগত সহায়তা প্রদান নীতিমালায় নিশ্চিত করা হয়েছে। আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪ অনুচ্ছেদ ২-এর (ঙ) উপ-অনুচ্ছেদ অনুসারে যে কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ক্ষুদ্র-জাতি সত্তা সম্প্রদায়ের লোকজন সরাসরি আইনি সেবা গ্রহণের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহয়তা প্রদান করে যাচ্ছেন। তিনি বলেন, দেশে অসহায় ও অস্বচ্ছল মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে লিগ্যাল এইড কাজ করে চলেছে।
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির ২২ তম সভা আজ সুপ্রিমকোর্ট মিলনায়তন ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম সভায় সভাপতিত্ব করেন।
সভায় অংশ নেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট আবদুন নুর দুলাল, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সহকারী এটর্নি জেনারেল অবন্তী নূরুল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সুব্রত কুমার কুন্ডু, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মুহাম্মদ মোশারফ হোসাইন, জাতীয় আইনগত সহায়তা সংস্থার উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ তফাজ্জল হাসান হিরু, সুপ্রিমকোর্টের এডভোকেট সারোয়ার হোসেন, এডভোকেট মাহজাবিন রব্বানী দীপা, বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষে এডভোকেট রুমা সুলতানা, ওহপৎবধংরহম অপপবংং ড়ভ ঔঁংঃরপব রহ ইধহমষধফবংয এর চীফ অফ পার্টি শারমিন ফারুক প্রমূখ।
সভায় পর্যবেক্ষক সদস্য হিসেবে অংশ নেন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সহ-সভাপতি দিদারুল আলম দিদার ও যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা।
সভায় কমিটির ২১ তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ২ আগষ্ট ২২ তম সভায় দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ক্ষুদ্র জাতি সত্তা সম্প্রদায়কে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি আইনি সেবার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ক্ষুদ্র জাতি সত্তা সম্প্রদায়ের স্ব স্ব ভাষায় সরকারি আইনি সহায়তা আইন সংক্রান্ত বিষয় প্রকাশেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ সভায় সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড’র কার্যক্রমকে আরো গতিশীল করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৫ সাল থেকে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি অসহায় অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। আইনি সহায়তায় লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল বিচার প্রার্থীদের আইনি সহায়তা অব্যাহত রেখে চলেছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে লিগ্যাল এইডের আইনি সেবা অব্যাহত রয়েছে।
সুপ্রিমকোর্টে সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়েছে। লিগ্যাল এইডের কার্যক্রমকে গতিশীল করতে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএএম/এসএম//