সারাদেশ ডেস্ক :
বিভিন্ন অপ্রচলিত ও নতুন মাদক বিক্রি এবং কুশ মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করেছে র্যাব।
র্যাব দাবি করছে, কুশ মাদক দেশে প্রথমবার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে সাঈদকে আটক করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।
তিনি বলেন, দেশে সর্বপ্রথম অপ্রচলিত মাদক কুশ, হেম্প, এক্সট্যাসি, মলি, এডারল, ফেন্টানিল ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। এসময় মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয় অভিযানে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযান ও কুশ মাদকের বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply