শিরোনাম:
জাবির ‘বি’ইউনিটের ফল প্রকাশ
- Update Time : ১২:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ৩৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
আজ মঙ্গলবার সকালে এ ফল প্রকাশ করা হয়। অনুষদের ডিন অধ্যাপক আকবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ৮১ শতাংশ। তবে পাসের হার ৩৪ শতাংশ।’
সোমবার (১ আগস্ট) ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষদের ৩৮৬ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৩৪৭ ভর্তিচ্ছু আবেদন করে।
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে juniv-admission.org লগ-ইন করে জাবির ‘বি’ ইউনিটের ফল দেখতে পারবেন।