1. newsroom@saradesh.net : News Room : News Room
  2. saradesh.net@gmail.com : saradesh :
সড়ক দুর্ঘটনা দেশে অন্যতম প্রধান সমস্যা : শওকত মাহমুদ - সারাদেশ.নেট
বুধবার, ২৭ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশি শ্রমিকদের নিয়ে কাজ করতে চায় রোমানিয়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম আপিল বিভাগে ভ্যাকেশন জাজ মনোনীত আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কারামুক্ত হলেন আইনজীবীদের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বেসিক প্রিন্সিপালস্ অফ ডেন্টাল ফার্ফাকোলজি এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ ‘ইতালিয়ান ভাষার’ ওপর পরীক্ষা উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালিয়ান ভাষা শিক্ষাকোর্স ও পরীক্ষা কেন্দ্র উদ্বোধন বুধবার ছোটবোনকে বঞ্চিত করে পিতার কয়েক কোটি টাকা মূল্যের সব সম্পত্তি নিজ নামে করলো বড়বোন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি

সড়ক দুর্ঘটনা দেশে অন্যতম প্রধান সমস্যা : শওকত মাহমুদ

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, দেশে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সড়ক ব্যবস্থাপনার ত্রুটি, প্রশাসনিক দুর্নীতি-অনিয়ম আর চাঁদাবাজি রয়েই গেছে।

শনিবার ৩০ জুলাই দৈনিক নয়াদেশ এর বিশেষ প্রতিনিধি, সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত ২৫ জুলাই রাত সাড়ে এগারোটায় রাজধানীর সাইন্সল্যাবের মোড়ে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক অলিদ তালুকদার।

শওকত মাহমুদ বলেন, ক্ষমতাশীনরা প্রায়ই বলেন দেশের সব কিছু ঠিক আছে। অথচ সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার নামে ‘মানুষ হত্যা’ করা হচ্ছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে কোনো গবেষণা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা যাত্রী কল্যাণ সমিতি কথা বললেই শাসকেরা চড়ে গিয়ে বলেন, সব কিছুই অপপ্রচার। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

শওকত মাহমুদ বলেন, সড়কের মর্মান্তিক দুর্ঘটনার কথা লিখলে সমাপ্তি টানা যাবে না। নিকট অতীতে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনা আমাদের দেশের সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে ওঠে।

শওকত মাহমুদ বলেন, অলিদ তালুকদার একজন সৃজনশীল প্রকাশক। তাঁর মাধ্যমে দেশের স্বনামধন্য বিশিষ্টজনদের অনেক বই প্রকাশ হয়েছে।

শওকত মাহমুদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে সড়ক দুর্ঘটনা ঘটলেও তা আমাদের দেশের তুলনায় খুবই কম। বাইরের দেশে লাইসেন্স অর্জন করা যত কঠিন, লাইসেন্স টিকিয়ে রাখা তার চেয়েও বেশি কঠিন। অথচ বর্তমান সরকারের এক মন্ত্রী বলেছিলেন- রাস্তায় গরু ছাগল ভেড়া চিনতে পারলেই ড্রাইভিং লাইসেন্স দেয়া যায়। এ কারণেই একটি দিনও সড়কে দুর্ঘটনা থেকে বাদ যাচ্ছে না।

শাসকেরা বিরোধী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ ও মোকাবেলায় যেভাবে তৎপর সেভাবে সড়ক দুর্ঘটনাসহ জনগনের মৌলিক সমস্যাগুলোর দিকে নজর দিলে পরিস্থিতির উন্নতি হতো বলে মন্তব্য করেন শওকত মাহমুদ।

এসএ/এএইচ//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *