শিরোনাম:
ব্যাংকখাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট
- Update Time : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
দেশের ব্যাংকখাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন।
পরে তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।
চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে আদেশ দেন।
এ সময় আদালত বলেন, ব্যাংকখাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এখনকার সবচেয়ে নাজুক খাত এটি। এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট, জালিয়াতি, দুর্নীতি হচ্ছে, তা ভয়াবহ। তা বন্ধ করা প্রয়োজন।