নুসরাতকে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব
- Update Time : ০৫:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১ Time View
বিনোদন ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম বরাবরই বেশ সক্রিয় নুসরাত। প্রতিদিন নতুন নতুন আপডেট দেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ।’
অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের দাবি, ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই বোঝাতে চেয়েছেন নুসরাত। তবে ছবি দুটি পোস্ট করা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। একদল নেটিজেন নুসরাতের ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দেন। আরেকদল দিয়েছেন খোঁচা। এক নেটিজেন তো নুসরাতকে পর্ন ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়ে বসেছেন। শুধু তাই নয়, সেই ভিডিওটি দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
আবার অনেক সমালোচক নুসরাতের রাজনৈতিক পরিচিতির কথা স্মরণ করিয়ে দেন। বলেন, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের এ ধরনের খোলামেলা ছবি দেওয়া অনুচিত। এ ধরনের সমালোচনা নুসরাতের জন্য নতুন নয়। তবে বরাবরের মতো এসব সমালোচনায় কান দিতে নারাজ নুসরাত। তিনি সবসময় নিজের শর্তে বাঁচেন।