পরিবেশ দূষণকারীদের নাম ওয়েবসাইটে প্রকাশে হাইকোর্ট নির্দেশ
- Update Time : ০৬:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তিতে এক সপ্তাহের মধ্যে প্রকাশে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনস্বার্থে আনা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। পাশাপাশি রুলও জারি করেছেন আদালত। রুলে দূষণকারীদের নাম প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না ও নাম প্রকাশে কেন নির্দেশ দেয়া হবে না-তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে পরিবেশ ও তথ্য সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করবে না-এমন সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, তথ্য অধিকার আইনের ৬(১) ও পরিবেশ আইনের ৪(২)(চ) এর বিধান অনুসারে কর্তৃপক্ষ দূষণকারীদের সব তথ্য প্রকাশ করতে আইনগতভাবে বাধ্য।
ডিএএম/কেকে//