সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
টাংগাইল সখিপুরের পলাশতলী বাঘের বাজার এলাকায় স্থাপিত মিতালী ব্রিকস ফিল্ডের স্বত্ত্বধিকারীকে ইট তৈরির কার্যক্রম থেকে বিরত থাকতে হাইকোর্ট আদেশ দিয়েছেন।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন বলে জানান এ সংক্রান্ত রিটের পক্ষে আইনজীবী একিউএম সোহেল রানা।
পরিবেশ ছাড়পত্র না থাকা এবং বিদ্যমান আইন না মেনেই ওই ইটভাটা পরিচালিত হচ্ছে। বিষয়টি নিয়ে গনমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মো. রেজাউল করিম (নাজমুল)। রিটে টাংগাইলের জেলা প্রশাসক (ডিসি), সখিপুরের ইউএনও, পরিবেশে অধিদপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
প্রাথমিক শুনানি নিয়ে উচ্চ আদালত সংশ্লিষ্টদের প্রতি রুলসহ ইটভাটাটির স্বত্ত্বাধিকারীর প্রতি নির্দেশনা দেন।
এসএম/কেকে//
Leave a Reply