বদরুন্নেসা সরকারি কলেজের পিই প্রশিক্ষক ঝর্ণা বর্মন রায়ের পরলোকগমন
- Update Time : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
বদরুন্নেসা সরকারি কলেজের পিই প্রশিক্ষক
ঝর্ণা বর্মন রায়ের পরলোকগমন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৪৫ সালের ৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে তার জন্ম। গত ২৬ এপ্রিল জীবনাবসান হয় তার।
ঝর্ণা বর্মন ১৯৫৯ সালে কিশোরগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন এবং ১৯৬১ সালে সরকারি শারীরিক শিক্ষা কলেজে (পিইসি) ছাত্রী হিসেবে ঢাকায় আসেন। পিইসি-তে কোর্স শেষ করার পর তিনি সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজে (বর্তমান বেগম বদরুন্নেসা সরকারি বালিকা কলেজ) পিই প্রশিক্ষক হিসেবে চল্লিশ বছরেরও বেশি সময় কাজ করেন।
তিনি ফ্যাকাল্টি মেম্বার থাকাকালীন এইচএসসি,বিএ ও এমএ কোর্স সম্পন্ন করেন। তিনি কলেজ ম্যাগাজিনের জন্য বিভিন্ন ছোট গল্প লিখে গেছেন। তিনি একজন দয়ালু, উদার এবং মহান মনের মানুষ ছিলেন এবং যেখানেই যেতেন আনন্দ এবং সুখ ছড়িয়ে দিতেন।
তার প্রয়াণে চার বোন ও তাদের পরিবারবর্গ, ভাগ্নে, ভাতিজিসহ অসংখ্য ছাত্রী এবং প্রেমময় সহকর্মীরা শোকাহত।
কেকে/এসএম//