শিরোনাম:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ১৫ জুন
- Update Time : ০২:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার ২৫ এপ্রিল নির্বাচন কমিশনের(ইসি) সভায় এই নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়।
সভা শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই সিটি কর্পোরেশন তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, একই তফসিলে ৬টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদেও ভোট হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, স্থানীয় সরকার এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে নির্ধারণ করেছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
কুমিল্লা সিটি, ৬টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
ডিএএম/কেকে/