সুপ্রিমকোর্ট বারের মর্যাদা বিনষ্টে অপতৎপরতা আইনজীবীরা প্রতিহত করবে : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
- Update Time : ০১:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচনী ফলাফল ঘোষণায় বাধা সৃষ্টি করে দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা বিনষ্টে অপতৎপরতা আইনজীবীরা প্রতিহত করবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট আয়োজিত এক সমাবেশে আইনজীবী নেতৃবৃন্দ আজ শনিবার এ কথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশে বক্তৃতা করেন-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রাহমান, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী,ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, এডভোকেট মোরশেদ আল মামুন লিটন এডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, এডভোকেট জাফর আলী, ব্যারিস্টার সফিউল আলম মাহমুদ, ড.রফিকুল ইসলাম মেহেদী প্রমূখ।
সমাবেশে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট আবদুল মতিন উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি এডভোকেট আবদুল জাব্বার খানের সভাপতিত্বে ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে (১ নং হল) এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, গত ১৫ ও ১৬ মার্চ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট বার নির্বাচন। নির্বাচনে ব্যালট গনণা সম্পন্ন হলে সম্পাদক পদে আবদুল নুর দুলালের পরাজয় নিশ্চিত হওয়ায় তার পক্ষে একদল বহিরাগত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় নজিরবিহীন বিশৃংখলা সৃষ্টি করে। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এওয়াই মশিউজ্জামনসহ নির্বাচন অনুষ্ঠানে জড়িত সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। দেশের সর্বোচ্চ আদালত বার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ৭৫ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মর্যাদাকে বিনষ্ট করছে। সমাবেশে সুপ্রিমকোর্ট বারের মর্যাদা বিনষ্টে অপতৎপরতা আইনজীবীরা প্রতিহত করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, সুপ্রিমকোর্টের আইনজীবীরা সিনিয়র জুনিয়রদের সম্মান ও মর্যাদা রক্ষা করে চলেন। এখানে বহিরাগত দিয়ে মর্যাদা বিনষ্টের অপতৎপরতা আইনজীবীরা প্রতিহত করবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট বার-এর মর্যাদা ও স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।
নেতৃবৃন্দ আসন্ন ২৫ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সারাদেশের আইনজীবীদের প্রতি আহ্বান জানান। আইন অঙ্গনে পেশা অভিজ্ঞতার নিরিখে যোগ্যদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। যেন তারা দেশের ৭০ হাজার আইনজীবীর স্বার্থে ভূমিকা রাখতে সক্ষম ও সফল হন।
বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত প্রার্থীরা হলেন-সাধারণ আসনে বাংলাদেশের সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিমকোর্ট বার এর টানা সাত বারের নির্বাচিত সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট জসিম উদ্দিন সরকার, সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন।
অঞ্চল ভিত্তিক গ্রুপ (এ) ঢাকা অঞ্চলের জন্য এডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া, ময়মনসিংহ টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য এডভোকেট আব্দুল বাকী মিয়া। চট্টগ্রাম নোয়াখালীর জন্য এডভোকেট এএসএন বদরুল আনোয়ার, কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। খুলনা বরিশাল ও পটুয়াখালীর জন্য এডভোকেট মোহাম্মদ এনায়েত হোসেন বাচ্চু, রাজশাহী যশোর কুষ্টিয়ার জন্য এডভোকেট মোহাম্মদ মাইনুল আহসান। দিনাজপুর বগুড়া রংপুর পাবনা এডভোকেট শফিকুল ইসলাম টুকু।
অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন- সাধারণ আসনে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সাবেক মন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম, এডভোকেট মোখলেছুর রহমান বাদল, এডভোকেট শাহ মো. খসরুজ্জামান, এডভোকেট শাহ মো. জিকরুল আহমেদ, এডভোকেট মো. রবিউল আলম (বুদু), এডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)।
অঞ্চলভিত্তিক গ্রুপে-ঢাকা অঞ্চলের জন্য এডভোকেট আবদুল বাতেন, ময়মনসিংহ টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য এডভোকেট মো. জালাল উদ্দিন খান। চট্টগ্রাম ও নোয়াখালীর জন্য এডভোকেট মোহাম্মদ মুজিবুল হক। কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য এডভোকেট এ এফ এম রুহুল এনাম চৌধুরী (মিন্টু)। খুলনা, বরিশাল ও পটুয়াখালীর জন্য এডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ। রাজশাহী, যশোর ও কুষ্টিয়ার জন্য এডভোকেট মো. ইকরামুল হক। দিনাজপুর, বগুড়া, রংপুর ও পাবনার জন্য এডভোকেট মো. আবদুর রহমান।
বার কাউন্সিল নির্বাচন ১৪ পদে অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে সাধারণ আসন ৭ টি। এখানে সারাদেশের আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে ৭ হন নির্বাচিত হন। দেশকে ৭ টি অঞ্চলে ভাগ করে এই ৭ গ্রুপে এলাকাভিত্তিক আইনজীবীদের ভোটে ৭ হন নির্বাচিত হন।
ডিএএম/এসএম//