সুপ্রিমকোর্ট বার নির্বাচনের দুইদিনব্যাপি ভোটগ্রহণ শেষ
- Update Time : ০৮:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে।
গতকাল ১৫ মার্চ ও আজ ১৬ মার্চ
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মোট ৮ হাজার ৬’শ ২৩ জন আইনজীবী ভোটারের মধ্যে ৫ হাজার ৯’শ ৯১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট নেয়ার জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ৫২টি বুথ স্থাপন করা হয়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুই দিনই সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের আইনজীবীরা ভোট দিয়েছেন।
সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত অবস্থা বিরাজ করে।
নির্বাচন পরিচালনায় সিনিয়র এডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি কার্যক্রম পরিচালনা করেছেন।
কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।
এর মধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে জানান সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগনণার প্রস্তুতি চলছিল।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন-সভাপতি পদে সিনিয়র এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)।
কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ।
সাত সদস্য পদে প্রার্থী হচ্ছেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন- মো. বদরুদ্দোজা (বাদল), সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল)।
কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) ও মো. মোস্তফা কামাল বাচ্চু।
এছাড়া বিভিন্ন পদে আরও প্রার্থী রয়েছেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীগণ প্রচারণা চালিয়েছেন।
ডিএএম/কেকে//