নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় হাইকোর্ট নির্দেশ
- Update Time : ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
নিত্যপণ্য মজুদে সিন্ডিকেটকারী ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে-তা আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতেও বলা হয়েছে।
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ চেয়ে আনা রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ আদেশ দেন।
এছাড়াও সিন্ডিকেশন রোধে প্রতিযোগিতা আইনের ২১(১) ধারার আলোকে কেন একটি প্রবিধান করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
চাল, ডাল, তেল, চিনি, আটা, পেঁয়াজসহ নিত্যপণ্যগুলোকে কেন ওএমএস নীতিমালার অন্তর্ভুক্ত করে রেশন কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ কেন দেয়া হবে না-তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। তার সাথে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা চেয়ে গত ৬ মার্চ হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মনির হোসেন, এডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও এডভোকেট মোহাম্মদ উল্লাহ।
ডিএএম/এসএম//