নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯৯টি অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
সুপ্রিমকোর্টের আইনজীবী এ.কিউ. এম সোহেল রানা আজ ডাকযোগে এই লিগ্যাল নোটিস আজ প্রেরণ করেছেন।
এডভোকেট এ.কিউ. এম সোহেল রানা বাসস’কে জানান, ‘জনস্বার্থে এ নোটিস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (পরিবেশ অধিদপ্তর)কে এই নোটিস প্রেরণ করেছি।’
এডভোকেট এ.কিউ. এম সোহেল রানা জানান, গত ১৫ ফেব্রুয়ারি একটি ইংরেজী জাতীয় দৈনিকে
অবৈধ ইটভাটা বিষয়ে একটি প্রতিবেদনের বিষয় উল্লেখ করে জনস্বার্থে অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি এ নোটিস দেয়া হয়েছে।
এডভোকেট এ.কিউ. এম সোহেল রানা বলেন, নোটিস প্রাপ্তির পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ডিএএম/এমএইচবি//
Leave a Reply