স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনাল শুক্রবার ১৮ ফেব্রুয়ারি। ফাইনালে মুখোমুখি কুমিল্লা ও বরিশাল।
এরআগেও একবার এই দুইদলের দেখা হয়েছিল। সেই বার কুমিল্লা জিতেছিল। আজ কে হাসবে সেটি দেখতে আর কয়েক ঘন্টার অপেক্ষামাত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি চারবার শিরোপা জেতার রেকর্ড মাশরাফি মুর্তজার। ইমরুল কায়েসের সামনে আজ দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। ইমরুলের হাত ধরে আগে একবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আবারও ইমরুলের সামনে শিরোপা জয়ের হাতছানি। সুযোগ কাজে লাগাতে চান তিনি, ‘মাশরাফি ভাই অনেক বড় খেলোয়াড়। চারবারের বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক। কুমিল্লাকে একবার আমি শিরোপা জিতিয়েছি। এবারও চ্যাম্পিয়ন হতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব।’
সাকিব আল হাসানের সঙ্গে শিরোপা জয়ের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ইমরুল বলেন, ‘সাকিব জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। ওর অভিজ্ঞতা অনেক বেশি। আমি বিপিএলে এ নিয়ে তৃতীয়বার অধিনায়কত্ব করছি। আজ মাঠে যারা শান্ত থাকবে, সাহস নিয়ে খেলতে পারবে, শিরোপা জিতবে তারা।’
তিনি যোগ করেন, ‘বরিশালে বড় মাপের ক্রিকেটার আছে। আমাদেরও আছে মঈন আলী, সুনীল নারিন, ফাফ ডু প্লেসি। এদের যে কোনো একজন ভালো করলে কাজটা সহজ হয়ে যাবে। দল হিসাবে আমরা কেউ কারও চেয়ে দুর্বল নই। ভালো খেললে ফল পাওয়া যাবে।’
ডিএএম/কেকে/
Leave a Reply