হাকালুকি হাওরের বননিধন বন্ধে লিগ্যাল নোটিশ
- Update Time : ০১:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক :
দেশের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির বননিধন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট একিউএম সোহেল রানা জনস্বার্থে আজ এ লিগ্যাল নোটিশ পাঠান।
তিনি সারাদেশ’কে জানান, হাকালুকি হাওরের বননিধন নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন এসেছে। অবৈধ ও বেআইনি উপায়ে হাকালুকি হাওর সংলগ্ন বন নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা।
তিনি বলেন, বননিধনের এই অবৈধ কার্যক্রমের ফলে এখানকার পরিবেশ এখন হুমকির মূখে পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্ট সাতজন বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দশ কার্যদিবসের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এডভোকেট সোহেল রানা।
ডিএএম/কেকে//