নারায়নগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুরের জনসংযোগে সর্বদলীয় মানুষের ঢল
- Update Time : ০৩:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১ Time View
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এডভোকেট তৈমূর আলমের গণসংযোগে আওয়ামী লীগ-বিএনপি-জাপা, সাবেক এমপি-চেয়ারম্যানসহ সর্বস্তরের মানুষের ঢল।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের জনসংযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মী, জাতীয় পার্টির নেতাকর্মী, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে গণসংযোগ করে রীতিমত সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।
শুক্রবার সকাল থেকে বন্দরের ২৫নং ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে এ গণসংযোগ শুরু হয়। এতে সর্বদলের, সর্বস্ত্ররের ভোটার ও সাধারণ মানুষরা অংশ নেন।
তারা সকলে তৈমূর আলম খন্দকারের ‘হাতি মার্কা’র পক্ষে ভোট চেয়ে মিছিল করেন এবং সকলের কাছে দোয়া চান।
এতে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম আকরাম, বন্দর উপজেলা চেয়ারম্যান বিএনপির আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির দেলোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির মাকসুদ হোসেন, স্বতন্ত্র নির্বাচনে জয়ী ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির সভাপতি নুর উদ্দিন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পেশাজীবী, নাগরিক ঐক্যের নেতাকর্মী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।
কেকে/এসএম//