চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ
- Update Time : ০৩:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ০ Time View
বিনোদন ডেস্ক :
আসন্ন বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন৷ অভিনেত্রী নিপুণকে সেক্রেটারি করে প্যানেল হবে কাঞ্চন-নিপুণ। এখানে সহসভাপতি পদে দাঁড়াবেন অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার কারণ হিসেবে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ সভাপতি পদে লড়বেন তিনি।
নিজের প্যানেলের প্রার্থীদের বিষয়ে একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব আমি। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনও থাকবে৷ তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে আমাদের প্যানেলে থাকবেন তারা।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চনের প্যানেলে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। তাদের এ প্যানেলের বিপরীতে লড়বে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল।
ডিএএম//