দেয়াল চাপায় শিশু জিহাদের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

- Update Time : ০১:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জিহাদের (৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারসহ ৮ বিবাদীকে (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইন অধিকার ফাউন্ডেশন ও শিশু জিহাদের বাবা নাজির হোসেনের রিট পিটিশন দায়ের করেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিউদ্দিন কবির।
গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে ছেলে জিহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এসময় কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশু জিহাদ। ওইসময় উপস্থিত এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
ডিএএম/কেকে//