শিরোনাম:
তুর্যার লক্ষ্য ভালো অভিনয়শিল্পী হওয়া
- Update Time : ১২:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ০ Time View
বিনোদন ডেস্ক :
অভিনয় দক্ষতা দিয়ে তুর্যা সৈয়দ নীল দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন।
জনপ্রিয় গান ‘হইলি না আমার’-এ তুর্যা সৈয়দ নীলের অভিনয়ে শ্রুতিমধুর গানটিতে ভিন্নতা খুজে পাওয়া যায়।
শিল্পী তুর্যা বলেন, এমন সুন্দর কথামালার গান এখনকার সময় খুব কমই হয়। আমি চেষ্টা করেছি গানের অন্তর্নিহিত ভাবকে অভিনয়ের মধ্য দিয়ে প্রকাশ করতে।
অভিনয় শিল্পী হিসেবে ভালো ভালো কাজ করতে চান নবীন এ শিল্পী। অভিনয় নিয়ে অনেক স্বপ্ন রয়েছে তার।
এসকে/কেআর//