সুপ্রিমকোর্ট বার সম্পাদক কাজলসহ ১৫ বিশিষ্ট আইনজীবী আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন
- Update Time : ০১:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজলসহ ১৫ জন বিশিষ্ট আইনজীবী মঙ্গলবার ২৩ নভেম্বর সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিশিষ্ট ১৫ আইনজীবীর মধ্যে আরো রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট মোঃ ফজলুর রাহমান, সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট এ,জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট নিতাই রায় চৌধুরী, এডভোকেট আহমেদ আজম খান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ,এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মোঃ বদরুদ্দোজা বাদল, এডভোকেট আবেদ রাজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল জব্বার ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, এডভোকেট মোহাম্মদ আলী ও এডভোকেট ওমর ফারুক ফারুকী।
বিশিষ্ট আইনজীবী ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আইনজীবীদের এই ১৫ নেতাকে দুপুর ১টায় সচিবালয়ে প্রবেশে ব্যবস্থাগ্রহণে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন মন্ত্রীর দপ্তর।
এদিকে আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সঙ্গে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১৫ আইনজীবী মঙ্গলবার ২৩ নভেম্বর দুপুর ১ টা ৩০ মিনিটে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ কাভারেজে ব্যবস্থাগ্রহণে নির্দেশক্রমে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
এসকে/ডিএএম//