শিরোনাম:
গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
- Update Time : ১১:০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১ Time View
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ১৯ নভেম্বর সকালে এ দুর্ঘটনা ঘটে।
সকাল ৭টায় ঢাকা থেকে রংপুরগামী নাইট কোচ হানিফ পরিবহন বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলাধীন বকচর নামক স্থানে পৌঁছালে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহত হয়েছে ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো টুকু (৬৫), সোহাগ(২২) রিপন (৩২) সুজন (৪০) ও আরশাদ (৭০)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়র ফাইটার নুরে আলম সিদ্দিকি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের নাম জানা গেলেও তাদের পুরো ঠিকানা এখনো উদ্ধার করা যায়নি। গুরুতর আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডিএএম/কেকে//